খালেদ সাইফুল্লাহ

নোয়াখালীর চৌমুহনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। খালেদ সাইফুল্লাহ স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের বড় ভাই। তিনি আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন।

জানা যায়, শনিবার (৩০ জানুয়ারি) শান্তিপূর্ণ পরিবেশে এ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নির্বাচনে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার রবিউল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, খালেদ সাইফুল্লাহ মোবাইল প্রতীক নিয়ে ১৩ হাজার ৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আক্তার হোসেন ফয়সল পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট। বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন হারুন পেয়েছেন ৫ হাজার ৫২৬ ভোট।

হাসিব আল আমিন/এমএসআর