২০১৫ সালে ৩০ ডিসেম্বর নির্বাচনে দাঁড়িয়ে মাত্র ১১ ভোটে পরাজিত হন তৃতীয় লিঙ্গের দিথী খাতুন। তবে হাল ছাড়েননি। সুখে-দুঃখে থেকেছেন মানুষের পাশে। এবার নির্বাচনে তার প্রতিদান পেয়েছেন সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী দিথী। ‘আংটি’ প্রতীকে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের এই প্রার্থী।

পৌরসভার যে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলো যারা প্রাপ্যদার, তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব। কোনো অনিয়ম হবে না।

দিথী খাতুন, সদ্য বিজয়ী কাউন্সিলর

রোববার (৩০ জানুয়ারি) কলারোয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী হন দিথী। ভোট গণনা শেষে (আংটি প্রতীক) ২০৭৯ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জবা ফুল প্রতীকের হাসিনা আক্তার পেয়েছেন ১ হাজার ১৮৩ ভোট। তা ছাড়া টেলিফোন প্রতীকে জাহানারা খাতুন ৭৬৪ ভোট, আনারস প্রতীকের শাহানাজ খাতুন ৮৬৪ ভোট, চশমা প্রতীকের রুপা খাতুন পেয়েছেন ৫৮২ ভোট। ভোটের তিনটি কেন্দ্রের প্রতিটি অন্য প্রার্থীদের থেকে বেশি ভোট পেয়েছেন দিথী।

কলারোয়া নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, আংটি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংরক্ষিত (নারী আসন) ৩ নম্বর ওয়ার্ডে দিথী খাতুন সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

সদ্য বিজয়ী কাউন্সিলর দিথী খাতুন জানান, আমি চেষ্টা করেছি। সব সময় মানুষের কাছে গিয়েছি। মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। আমি জয়লাভ করেছি। প্রথমবার সামান্য ভোটে হেরে গিয়েছিলাম।

তিনি আরও বলেন, আমি মানুষের এ ভালোবাসার প্রতিদান দিতে চাই। পৌরসভার যে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলো যারা প্রাপ্যদার, তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব। কোনো অনিয়ম হবে না। আমার জন্য এলাকার মানুষসহ আমার তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মানুষরা অনেক চেষ্টা করেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।


আকরামুল ইসলাম/এনএ