‘অভিমান করে দূরে থাকবেন না, আসুন একসঙ্গে পথ চলি’
জেলার ভাঙ্গা পৌরসভার অনুষ্ঠানে নিক্সন চৌধুরী
‘আসুন, দেশ ও জনগণের স্বার্থে একসঙ্গে মিলিত হয়ে এলাকার উন্নয়ন করি। সবার মুখেই একটাই দাবি, কাজী জাফরউল্লাহ আর আপনি অভিমান করে দূরে থাকবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে সবকিছু ভুলে আসুন একসঙ্গেই পথ চলি।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে উদ্দেশ করে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমনটাই বলেছেন।
বিজ্ঞাপন
রোববার (৩১ জানুয়ারি) বিকেলে জেলার ভাঙ্গা পৌরসভার মেয়র ও ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু রেজা মো. ফয়েজ তার পরিষদের ১২ জন কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সির যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন সংসদ সদস্য নিক্সন চৌধুরী।
এ সময় নিক্সন চৌধুরীর রাজনীতির আদর্শর সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফুলের নৌকা তার হাতে তুলে দিয়ে যোগদান করেন তারা।
বিজ্ঞাপন
আজ প্রধানমন্ত্রী আমাকে সংগঠন চালানোর জন্য যে পদে অধিষ্ঠিত করেছেন, সেই একই পদে আপনিও রাজনীতি করছেন। তাহলে আর কেন হানাহানি-মারামারি? আসুন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
নিক্সন চৌধুরী, সংসদ সদস্য
নিক্সন চৌধুরী বলেন, ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আওয়ামী লীগের আর একটি কর্মীও আওয়ামী রাজনীতির বাইরে নেই। তারা সবাই আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন। তিনি বলেন, অতীতেও আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, এখনো এ আসনটি আওয়ামী লীগের ঘাঁটিই রয়েছে। মাঝখানে জনগণ শুধু নৌকার মাঝি পরিবর্তন করে তাদের উন্নয়ন ও মূল্যায়ন ফিরে পেয়েছে।
সংসদ সদস্য নিক্সন চৌধুরী উপস্থিত হাজারো জনতার উদ্দেশে বলেন, এতদিন ফরিদপুর-৪ আসনকে দুটি ভাগে বিভক্ত করে রাখা হয়েছিল। আজ মেয়র মহোদয়ের যোগদানের মাধ্যমে একটি প্ল্যাটফর্মে আওয়ামী লীগ দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সব নেতা-কর্মী আজ এক মঞ্চে উপস্থিত হয়েছেন।
এ সময় পৌর মেয়র আবু রেজা মো. ফয়েজ বলেন, বঙ্গবন্ধুর দৌহিত্রকে আমরা কাছে পেয়েছি। তিনি ফরিদপুর-৪ আসনের এমপি হওয়ার পর থেকে যেভাবে উন্নয়ন ও কর্মীদের মূল্যায়ন করেছেন, তা প্রশংসার দাবিদার। তিনি পরীক্ষিত নেতা। তার সঙ্গে রাজনীতি করে দেশ ও দশের সত্যিকার উন্নয়ন সম্ভব। তাই ভবিষ্যতে তাকে নিয়েই রাজনীতি করে ভাঙ্গা পৌরসভার ব্যাপক উন্নয়ন করতে চাই। সে জন্য পৌরবাসীসহ সবার সহযোগিতা কামনা করছি।
কাজী জাফরউল্লাহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আবার বর্তমান এমপি নিক্সন চৌধুরীও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় আমরা তো ভাগ্যবান। তাই আর সংঘাত নয়, সবাই মিলে উন্নয়ন ও মূল্যায়নের রাজনীতি শুরু করি।
আবু রেজা মো. ফয়েজ, পৌর মেয়র
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, জেলা পরিষদের সদস্য শাহিনুর রহমান শাহিন, পৌর কাউন্সিলর ওমর ফারুক হবি, কাউন্সিলর বজলু মাতুব্বর, সাবেক কাউন্সিলর আবুল কালাম মাতুব্বর, কাউন্সিলর ওমর খরাতি, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি ও সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সিসহ ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে ভাঙ্গা বাজার বণিক সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে নিক্সন চৌধুরী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে রেষারেষি বাদ দিয়ে একসঙ্গে রাজনীতি করার আহ্বান জানিয়েছিলেন।
বি কে সিকদার সজল/এনএ