ঘন কুয়াশায় যানবাহনের ধীরগতি

ঘন কুয়াশার কারণে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে থে‌মে থে‌মে চল‌ছে যানবাহন। এতে মহাসড়‌কের প্রায় ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে গা‌ড়ির দীর্ঘ সা‌রি দেখা গেছে। সোমবার (১ ফেব্রুয়া‌রি) ভোররাত থে‌কে মহাসড়‌কে থেমে থে‌মে যানবাহন চলাচল করায় ক‌য়েক স্থা‌নে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

ফলে উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী প‌রিবহনগু‌লো সেতু পাড় হ‌য়ে ভূঞাপুর দি‌য়ে ঘু‌রে মহাসড়‌কের এলেঙ্গা ‌গি‌য়ে‌ আবার ঢাকার দি‌কে যা‌চ্ছে। 

আবুল বাশার না‌মে একজন যাত্রী ব‌লেন, টাঙ্গাইল থে‌কে বঙ্গবন্ধু সেতু‌তে যা‌ওয়ার জন‌্য সকাল ৯টায় রওনা হ‌য়ে‌ছি। আধা ঘণ্টা হলো গা‌ড়ি মহাসড়‌কের পুং‌লি এলাকায় দাঁড়ি‌য়ে আছে। 

বঙ্গবন্ধু সেতু ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা গে‌ছে, ঘন কুয়াশা আর মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় পরপর দুটি দুর্ঘটনার কার‌ণে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে ভোররাত থেকেই মহাসড়‌কে থে‌মে থে‌মে যানবাহন চল‌ছে। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত মহাসড়‌কে গা‌ড়ির দীর্ঘ সা‌রি র‌য়ে‌ছে। ফ‌লে ধীরগ‌তি‌তে যানবাহন চলাচল কর‌ছে। ত‌বে ঢাকাগামী লে‌নে প‌রিবহন চলাচল কর‌লেও উত্তরবঙ্গগামী লে‌নে প‌রিবহন সে তুলনায় আগা‌চ্ছে না।

অভিজিৎ ঘোষ/আরএআর