ফরিদপুর প্রেসক্লাব নির্বাচন
সভাপতি কবিরুল ইসলাম ও সম্পাদক মাহবুবুল ইসলাম
ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ২০২১-২০২২ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতি এবং মাহবুবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে মোট ১০২ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোট দেন।
বিজ্ঞাপন
অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সঞ্জীব দাস, সাজ্জাদ হোসেন। সহ সাধারণ সম্পাদক শেখ মুফিজুর রহমান, অর্থ সম্পাদক শেখ মনির হোসেন, প্রচার ও প্রকাশনায় আবিদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল ইসলাম, দফতর সম্পাদক আসাদুল হক আসাদ, তথ্য প্রযুক্তি সম্পাদক মুইজজুর রহমান, ক্রীড়া সম্পাদক মানিক কুমার দাস।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন- এস এম মাসুদুর রহমান, এসএম জাহিদ, সিরাজুল ইসলাম, হাসানুজ্জামান, নুরুল ইসলাম ও রুহুল আমিন।
বিজ্ঞাপন
জহির হোসেন/আরআই