কক্সবাজারে বিএনপির বিক্ষোভ, কঠোর অবস্থানে পুলিশ
কক্সবাজারে সমাবেশ করতে না পারায় শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
সোমবার সকালে বিএনপির নেতাকর্মীরা কক্সবাজার ঈদগাহ ময়দানে সমাবেশের চেষ্টা করেন। কিন্তু পুলিশ সেখানে তাদের সমাবেশ করতে দেয়নি। এরপর সেখান থেকে কলাতলী জোনে চলে যান বিএনপির নেতাকর্মীরা। সেখানে গিয়ে হোটেল লং বীচের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। সে বিক্ষোভ থেমে থেমে চলতে থাকে দুপুর দেড়টা পর্যন্ত।
বিজ্ঞাপন
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেনসহ অন্যান্য নেতারা।
সেখানেও তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি নেতা-কর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন। তবে শেষ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের হোটেলের সামনে থেকে সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
এসপি/জেএস