সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে বরগুনায় মোমবাতি প্রজ্বলন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) রাত ৯টায় বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বরগুনা জেলা উদীচী শিল্পীগোষ্ঠী লঞ্চ দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও স্মরণ সভার আয়োজন করে।

স্মরণ সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অ্যাডভোকেট আবদুল মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক সুমন রায়, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল প্রমুখ।

বক্তারা বলেন, অভিযান-১০ লঞ্চের মালিকসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এখন থেকে লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা যাবে না। প্রত্যেক যাত্রীর নিরাপত্তায় লাইফ জ্যাকেট ও বয়ার ব্যবস্থাসহ আধুনিক অগ্নিনির্বাপক প্রযুক্তি নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন লঞ্চ বন্ধ রাখতে হবে। লঞ্চ দুর্ঘটনায় নিহত, আহত ও নিখোঁজদের পরিবারকে সরকারিভাবে সহায়তা ও লঞ্চ মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান বক্তারা।

এসএসএইচ