স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘হামিউল ইসলাম রূপসী নওগাঁ অনলাইন মাদরাসা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মুক্তির মোড়ে অবস্থিত সমবায় মার্কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি মাদরাসার উদ্বোধন করা হয়।

অনলাইন মাদরাসার উদ্বোধন করেন নওগাঁ সদরের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এবং দোয়া পরিচালনা করেন রূপসী নওগাঁর উপদেষ্টা এবং মাদরাসা নূর এ মদীনার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি নাছির বিন আজগর।

রূপসী নওগাঁর উপদেষ্টা মুফতি নাছির বিন আজগর বলেন, এখন সবাই অনলাইন কেন্দ্রিক হয়ে উঠেছে। যুগের সাথে তাল মিলিয়ে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি যা নওগাঁ জেলায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা পরিচালক ডা. খালেদ বিন ফিরোজ জানান, যাদের মাদরাসায় পড়ার সুযোগ হয়নি কিন্তু কুরআন ও হাদিস বুঝতে চান, আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে ইচ্ছুক কিংবা দূরে কোথাও পড়তে যাওয়ার সময় নেই, তাদের কথা চিন্তা করেই চালু করা হয়েছে এই অনলাইনভিত্তিক মাদরাসা।

এ সময় উপস্থিত ছিলেন- রূপসী নওগাঁর উপদেষ্টা হাফেজ ফিরোজ আহমেদ, নওগাঁ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ইস্কেন্দার, রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ডা. আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাজু রহমান সুজন, সহ সভাপতি সুশীল কুমার দাস, সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাদ্দাম, প্রচার সম্পাদক মোস্তফা জামাল, অর্থ সম্পাদক আহসান হাবিব মহন, সহ প্রচার সম্পাদক ইখতিয়ার আজাদ, বদিউজ্জামান টিটু, দফতর সম্পাদক রোবাইদুল ইসলাম রাজু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাঈম সরদার, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা খাতুন, ক্রিড়া বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক শিহাব আনছারি, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আবু সাঈদ, আওরঙ্গজেব হোসেন (রাব্বী), মাওলানা হাবিবুর রহমান, হাফেজ ইমরানসহ সংগঠনের সকল সদস্যরা।

মো. দেলোয়ার হোসেন/আরআই