ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে নেওয়া হয় লাশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে আবুল হোসেন নামে সেচ পাম্প ম্যানেজার নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তারুন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাই মো. শামীম বলেন, জমিতে পানি ঠিক মতো কেন দেওয়া হচ্ছে না? এমন অভিযোগ এনে আবুল হোসেনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় স্থানীয় মোমতাজ আলী। এতে যোগ দেয় মোমতাজ আলীর দুই ভাই আবদুল কদ্দুস ও মোহাম্মদ আলী। বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় আবুল হোসেনকে ধাক্কা দিয়ে ফেলে দিলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবুল হোসেন উপজেলার তারুন্দিয়া এলাকার  মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি গ্রামের একটি গভীর নলকূপের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়াও তিনি তারুন্দিয়া বাজারে কাপড়ের ব্যবসায়ী ও  স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের মিয়া বলেন, জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে ধাক্কা দিলে পড়ে যায় আবুল হোসেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ বিকেল সাড়ে ৩টায় মমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

উবায়দুল হক/এমএসআর