দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম পার্বতীপুর উপজেলার জমিদার হাট তকেয়াপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই শিশুটি ২০১৬ সালের ১৮ অক্টোবর দুপুরে খেলতে বাড়ির বাইরে গেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন মেয়েটির বাবা। পরদিন সকালে বাড়ির পার্শ্ববর্তী হলুদখেত থেকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায় প্রতিবেশী সাইফুল ইসলাম শিশুটিকে ধর্ষণ করে হত্যার উদ্দেশ্যে হলুদখেতে ফেলে রাখেন। 

ইমরান আলী সোহাগ/আরএআর