বন্ধুকে অচেতন করে ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে ছিলেন তিনি
বন্ধুকে অচেতন করে ১৭ লাখ টাকাসহ পালিয়ে যাওয়া মো. সোহরাব হোসেন বিপ্লবকে (৩২) আটক করেছে র্যাব। সোমবার (১০ জানুয়ারি) রাতে শহরের শাসনগাছা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ১৬ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গেছে।
আটক সোহরাব হোসেন বিপ্লব চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার লাউকড়া গ্রামের বাসিন্দা। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ভুক্তভোগী কাজি ওমর শরীফকে চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার ( ১১ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৭ জানুয়ারি জেলার সদর দক্ষিণ থানার মধ্যম আশ্রাফপুর এলাকার বাসিন্দা আবদুর রকিব তার ছেলে কাজি ওমর শরীফ নিখোঁজ হয়েছেন বলে থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় গতকাল সোমবার রাতে নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে মো. সোহরাব হোসেন বিপ্লবকে আটক করা হয়।
বিজ্ঞাপন
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, কাজি ওমর শরীফ ও সোহরাব হোসেন বিপ্লব ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার আগে বিপ্লব তার বন্ধু ওমর শরীফকে অধিক মুনাফার ব্যবসার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে আসার জন্য অনুরোধ করেন। ওমর শরীফ ব্যবসার জন্য ১৭ লাখ টাকা নিয়ে যান। একসঙ্গে এত টাকা দেখে বিপ্লব টাকাগুলো আত্মসাৎ করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তিনি তার বন্ধু ওমর শরীফকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অমিত মজুমদার/আরএআর