রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও গোয়ালন্দ মোড় এলাকায় নদী পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন। এসব যানবাহনগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যায় বেশি দেখা গেছে। যানবাহনের তুলনায় ফেরি কম থাকায় এ সিরিয়াল তৈরি হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে গোয়ালন্দ মোড় ও দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকায় দুই শতাধিক যানবাহন ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও দুই কিলোমিটার এলাকায় দুই শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে।

ফেরিঘাটে অপেক্ষমাণ যাত্রীবাহী বাসগুলোর ফেরির জন্য ৩-৪ ঘণ্টা অপেক্ষা করা লাগলেও পণ্যবাহী ট্রাকগুলোর ফেরির নাগাল পেতে সময় লাগছে দীর্ঘক্ষণ। ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ট্রাক চালকদের।

সোহাগ পরিবহনের যাত্রী সুশমিতা সাহা বলেন, চার ঘণ্টা ধরে ঘাট এলাকায় আটকে আছি। দীর্ঘক্ষণ বাসে বসে থেকে বিরক্ত লাগছে। কিছুদিন ধরে ঘাট এলাকায় ছিনতাইকারীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় ভয়ে বাস থেকেও নামতে পারছি না।

কাভার্ডভ্যানচালক আজিবর শেখ বলেন, কুষ্টিয়া থেকে এসে গোয়ালন্দ মোড়ে ৯ ঘণ্টা ধরে আটকে আছি। আমার সামনে আরও শতাধিক ট্রাক রয়েছে। রাতে ফেরি পাব কিনা বলতে পারছি না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এই মুহুর্তে নদী পারের অপেক্ষায় চার শতাধিক যানবাহন রয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় ঘাটে সিরিয়াল তৈরি হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে যানবাহনগুলো পারাপার করা হচ্ছে। আশা করছি এ চাপ খুব ‍শিগগিরই কমে যাবে। বর্তমানে এ রুটে ১৫টি ফেরি চলাচল করছে।

মীর সামসুজ্জামান/আরআই