এসএসসি পরীক্ষায় অটো পাসের দাবিতে বিক্ষোভ
এসএসসি পরীক্ষায় অটো পাসের দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ঢাকা পোস্ট
এসএসসি পরীক্ষায় অটো পাসের দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। ‘এসএসসি ব্যাচ-২০২১’-এর ব্যানারে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ করে তারা।
করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে পরীক্ষা দেবে না জানিয়ে ধুনট উপজেলার চারমাথা এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে সেখানেই সমাবেশ করা হয়। সমাবেশে এসএসসি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করে অটো পাসের দাবি জানায় তারা।
বিজ্ঞাপন
সমাবেশে এসএসসি পরীক্ষার্থী জিসানুল হাবিব, সোহাগ ইসলাম, জোবায়ের সরকার, রুহুল আমীন, খায়রুল ইসলাম ও আব্দুল্লাহ আল নাইম বক্তব্য দেয়।
তারা জানায়, করোনার সংক্রমণরোধে প্রায় এক বছর পড়াশোনায় মনোযোগী হতে পারেনি তারা। সবার পক্ষে অনলাইনে ক্লাস করা সম্ভব হয়নি। করোনার মধ্যে পরীক্ষা নেওয়া হলে তাদের জীবন ঝুঁকিতে পড়বে। তাই করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে এসএসসি পরীক্ষা দেবে না তারা।
বিজ্ঞাপন
বিলম্বে পরীক্ষা নিলে সেশনজটের আশঙ্কা রয়েছে উল্লেখ করে শিক্ষার্থীরা জানায়, গত বছর করোনা সংক্রমণের শুরুতে স্বাস্থ্যঝুঁকি থাকায় এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হয়নি। অথচ এখন করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার কথা চলছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা নিলে অনেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হতে পারে। তাই ফেব্রুয়ারির মধ্যেই ২০২১ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা অটো পাসের ঘোষণা চায়।
শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে সমাবেশস্থলে উপস্থিত হোন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা।
তারা শিক্ষার্থীদের সমাবেশে বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের দাবি ঊর্ধ্বতন মহলে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর তাদের দাবি-দাওয়া সংশ্লিষ্টদের জানানো হবে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।
সাখাওয়াত হোসেন জনি/এএম