গাজীপুরের কোনাবাড়িতে এক্সিলেন্ট সুপার শপ মার্কেটে অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এক্সিলেন্ট সুপার শপ মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক্সিলেন্ট সুপার শপ মার্কেটের পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস পৌনে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পৌনে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে।

তিনি আরও বলেন, ওই মার্কেটে আগুন নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এর ফলে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মিলটন খন্দকার/এসপি