দুর্ঘটনাকবলিত ট্রাক

পাবনার সাঁথিয়া উপজেলায় সিমেন্টভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বাড়িতে ঢুকে পড়েছে। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি ২০২১) রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কে নির্মাণাধীন সরিষা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার শাহ বাবু (৪০) ও তার মেয়ে বৃষ্টি (১১)। এ সময় বাড়ির অন্যরা দৌড়ে পালিয়ে অল্পের জন্য রক্ষা পান। 

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঢাকা পোস্টকে জানান, ৭০০-৮০০ বস্তা সিমেন্টভর্তি ১০ চাকার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-পাবনা মহাসড়কের নির্মাণাধীন সরিষা ব্রিজের কাছে সড়কের পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। এ সময় বাড়ির লোকজন খেতে বসেছিলেন। অন্যরা দৌড়ে পালালে অল্পের জন্য রক্ষা পান।

তিনি আরও বলেন, ট্রাক ও মরদেহ দুটি হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রাকিব হাসনাত/আরএআর