ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় রনি মার্ডি (১৯) নামের এক আদিবাসী যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বারোকোনা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত রনি বিরামপুর উপজেলার বুচকি গ্রামের অনিল মার্ডির ছেলে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘নিহত যুবক রনি মার্ডি ফুলবাড়ী থেকে কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিল। পথেই বিরামপুরগামী একটি ট্রাক বুলকি এলাকায় রনিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রনি মার্ডিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এমএসআর