সাটুরিয়া উপজেলায় উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে বলেই আজ পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। বিজয়ের মাসে প্রমত্তা পদ্মাজয় করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনাভাইরাস নিয়ন্ত্রণ করে বিশ্বে প্রশংসিত হয়েছি।’

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর)  বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে তারা শায়খ আব্দুর রহমান সৃষ্টিকারী গোষ্ঠী। তারা স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের ইজ্জত হরণ করেছে। বিশ্ব খাদ্য সংস্থা আশংকা করছে, করোনাভাইরাসের কারণে সামনের বছরে বিশ্বে ২০০ কোটি মানুষ খাদ্য সংকটে পরতে পারে। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ খাদ্য সংকটে পরবে না।’

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু প্রমুখ।

এমএসআর