ফাইল ছবি 

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর বাইমাইল এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
 
নগরীর কোনাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাপস কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

এসআই তাপস কুমার জানান, মোটরসাইকেলের ওই দুই আরোহী গাজীপুর চৌরাস্তা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। তারা বাইমাইল এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

তিনি জানান, নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৩৫ বছর। অন্যজনের ৪০ বছর। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

শিহাব খান/আরএআর