জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এক বছর অতিক্রম করেছে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আদিবুর ইসলাম।

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ ই হাসান তুহিনের সভাপতিত্বে দেশ রূপান্তর পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মামুনুর খোকা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় বক্তব্য রাখেন এনটিভির জেলা প্রতিনিধি মঈন উদ্দিন সুমন, প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ব.ম. শামীম, যমুনা টিভির জেলা প্রতিনিধি আরাফাত রায়হান শাকিব প্রমুখ।

অনুষ্ঠান শেষে মানবসেবায় অনন্য অবদান রাখার জন্য বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনকে ক্রেস্ট তুলে দেন আগত অতিথিরা।

ব.ম শামীম/এনএ