নেত্রকোনায় ধানক্ষেত নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের ধাক্কাধাক্কির ঘটনায় মাটিতে পড়ে গিয়ে এক ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বরুনা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম নূর মাহমুদ (৬৫)। তিনি বরুনা গ্রামের মৃত দবির মোড়লের ছেলে।

বুধবার সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, বুধবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নূর মাহমুদের স্বজনদের দাবি, আব্দুল হাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কির কারণেই তিনি মারা গেছেন। তবে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

নূর মাহমুদের পরিবারের লোকজনের অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এদিকে পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ধানক্ষেত নিয়ে নূর মাহমুদ ও তার প্রতিবেশী চাচাতো ভাই আব্দুল হাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়েই বুধবার দুপুরের দিকে বরুনা গ্রামের সামনের রাস্তায় দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে ধাক্কাধাক্কি হয়। এ সময় একপর্যায়ে নূর মাহমুদ মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মো. জিয়াউর রহমান/এইচকে