হাজারো পত্রিকার ভিড়ে ঢাকা পোস্ট নিজেকে তুলে ধরেছে
দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এক বছর অতিবাহিত করেছে। এ উপলক্ষে সারাদেশের মতো জয়পুরহাটেও ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা, করোনাকালে সমাজসেবায় অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান ও কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি চম্পক কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোসফেকুর রহমান, জেলা মাদকদ্রব্য অধিদফতরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গণকণ্ঠের জেলা প্রতিনিধি মাহমুদুল ইসলাম। এ সময় প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন কাজে অবদানের জন্য স্বেচ্ছাসেবী দুই সংগঠনকে সম্মাননা দেওয়া হয়। সংগঠন দুটি হলো ‘জয়পুরিয়ান ট্রাস্ট’ এবং ‘করোনা যুদ্ধে আমরা’।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টের বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম বলেন, এ দেশে পত্রিকার সংখ্যা অনেক। কেউ আসে আবার কেউ চলে যায়। হাজারো পত্রিকার ভিড়ে ঢাকা পোস্ট নিজেকে তুলে ধরার সুন্দর প্রচেষ্টা নিয়েছে। সে জন্য তাদের অভিনন্দন। আমি ঢাকা পোস্টের অনেক নিউজ নিয়মিত পাই এবং পড়ি। এ জন্য আমার দৃষ্টিতে ঢাকা পোস্ট জয়পুরহাটে কাজ করছে। সংবাদ করার সময় বিষয়টি খেয়াল করবেন যে আপনার সংবাদ পরিবেশন মানুষের কল্যাণ করছে কি না। সেদিক দিয়ে ঢাকা পোস্ট ভালো কাজ করছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল ঢাকা পোস্টের বর্ষপূতি অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদের দায়িত্ব সরকারকে সহযোগিতা করা। সেটি করতে গিয়ে আমার বিরুদ্ধে গেলেও আপনারা করবেন। যারা এ দেশকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে পরিচালিত করেছেন, তারা মিডিয়াকে কণ্ঠরোধ করেছিলেন। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাসী। এই গণতন্ত্রের কারণে মিডিয়া আজ ব্যাপকভাবে প্রসার লাভ করেছে।
এ সময় জিটিভির জেলা প্রতিনিধি খ.ম. আব্দুর রহমান রনি, ইনকিলাবের জেলা প্রতিনিধি আবু মুসা, কালের কণ্ঠ, নিউজ২৪ ও ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি এরশাদুল বারী তুষার, প্রথম আলোর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, একুশে টিভি ও আজকালের খবরের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আতাউর রহমান, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি টিভির জেলা প্রতিনিধি শামীম কাদির, নবচেতনার জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, আজকের পত্রিকার আক্কেলপুর উপজেলা প্রতিনিধি নিয়াজ মোর্শেদ, প্রথম আলো বন্ধুসভার জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান পলাশসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
চম্পক কুমার/এনএ