সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) লোকজ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসান।
এ সময় তিনি বলেন, বারো ভূঁইয়ার এক ভূঁইয়া এই সোনারগাঁয়ের ছিলেন। এখানে যেমন মুক্তিযোদ্ধা জন্মেছে, তেমনি সোনার মানুষ জন্মেছে। জাতির পিতা এই সোনারগাঁকে খুব ভালোবাসতেন বলেই শিল্পাচার্জ জয়নুল আবেদীনের হাত ধরে এই কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, লোকশিল্প হাজার বছর ধরে এখানে চর্চা হচ্ছে। পৃথিবী যেভাবে আমাদেরকে চেনে সেটাই আমাদের কালচার। এ এলাকার নাম জানে না এমন মানুষ বাংলাদেশে নেই। মসলিন তৈরি করেছিলেন বলেই সারা পৃথিবী সোনারগাঁকে চেনে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, উৎসবে লোক কারুশিল্প প্রদর্শনী, লোক জীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা ও গ্রামীণ খেলার আয়োজন থাকবে। লোকজ মঞ্চে প্রতিদিন পরিবেশিত হবে গ্রামীণ লোক সাংস্কৃতিক অনুষ্ঠান। মাসব্যাপী এ উৎসব শেষ হবে আগামী ২৩ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ উৎসব।
এ সময় উপস্থিত ছিলেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল আলম, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।
শেখ-ফরিদ/আরআই