ডিএসইর অ্যাপে পুরো সময় লেনদেন চালু
মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করছেন বিনিয়োগকারীরা। সকাল ৯টা ৪৫ থেকে শুরু করে দুপুর ২টা ৪৫ পর্যন্ত পুরো সময় লেনদেন করা যাচ্ছে অ্যাপস দিয়েই।
এক মাস বন্ধ থাকার পর রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টা থেকে লেনদেন শুরু করেছেন বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
এর আগের মোবাইল অ্যাপের তথ্য হালনাগাদের জন্য গত ১১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট এক মাস লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিট ও লেনদেন শেষের ৩০ মিনিট সহ মোট ৪৫ মিনিট লেনদেন বন্ধ ছিল।
এবিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী ঢাকা পোস্টকে বলেন, মোবাইলে লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করতে বেশ কিছু কাজ করা হয়েছে। ফলে শুরুর ১৫ মিনিট ও শেষের ৩০ মিনিট মোবাইলে অ্যাপের মাধ্যমে লেনদেন বন্ধ ছিল। যা আজ থেকে আবার চালু হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ব্রোকারেজ হাউজে না গিয়ে নিজের শেয়ার নিজেই কেনাবেচা করতে ২০১৬ সালের ৯ মার্চ মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়। গুগল প্লে স্টোরে ‘ডিএসই ইনফো’ নামে এটি পাওয়া যাবে। গত পাঁচ বছরেও বিভিন্ন জটিলতার কারণে মোবাইলে লেনদেন জনপ্রিয় হয়ে উঠেনি।
ডিএসইর তথ্য মতে, ডিএসই মোবাইল অ্যাপে তিন ধরনের সংস্করণ রয়েছে। এর একটি ব্রোকার হাউজগুলোর জন্য, অন্য দুটি সাধারণ বিনিয়োগকারীদের। যার একটি দিয়ে শেয়ার কেনাবেচা করা যায়। অপরটি দিয়ে শুধু লেনদেনের অবস্থা দেখা যায়।
এখন পর্যন্ত ডিএসই মোবাইল অ্যাপে লেনদেন করেন ৪৯ হাজার ১৫১ জন বেনিফিশিয়ারি অ্যাকাউন্টধারী বিনিয়োগকারী। অথচ সেন্টাল ডিপজিটরি অব বাংলাদেশ লিমিটেডের তথ্য মতে, পুঁজিবাজারে বর্তমানে বিও হিসাবধারীদের সংখ্যা ২৬ লাখ ৫৩ হাজার ৯৪৫।
এমআই/ওএফ