পিডিবিএল চেয়ারম্যান আতাউর ও ভাইস চেয়ারম্যান মাহবুবুর

প্রাইমারি ডিলার্স বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) নতুন কমিটি গঠন করা হয়েছে। সোনালী ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান পিডিবিএলের চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

ভার্চুয়ালি অনুষ্ঠিত পিডিবিএল’র ১২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন এই কমিটি ঘোষণা করা হয়। সোমবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় পিডিবিএল’র সদস্য ১৪টি ব্যাংকের এমডি, সিইও এবং তাদের প্রতিনিধি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও ট্রেজারি প্রধানরা উপস্থিত ছিলেন।

পিডিবিএল’র ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, আয়-ব্যয় বিবরণী বিবেচনা এবং গ্রহণের জন্য উপস্থাপন করা হলে তা পর্যালোচনা শেষে সর্বসম্মতভাবে গৃহীত হয়। এছাড়া ২০২০ সালের জন্য নিরীক্ষক হিসাবে মালেক সিদ্দিকী ওয়ালী চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মকে অনুমোদন প্রদান করা হয়।

সভায় ১৪ সদস্য বিশিষ্ট পিডিবিএল’র বোর্ড অব ডাইরেক্টরস নির্বাচন করা হয়। এ সময় যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহমেদকে পিডিবিএল’র ১৪ সদস্যের টেকনিক্যাল কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।

এসআই/এইচকে