বাংলাদেশ ব্যাংক

স্বল্পমেয়াদি বাণিজ্যিক অর্থায়নের সুদের হার নির্ধারণ বিষয়ে খসড়া নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আন্তর্জাতিক বাজার ব্যবস্থা থেকে লাইবর (লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেট) হার প্রত্যাহারের পরে স্বল্পমেয়াদি বাণিজ্যিক অর্থায়নে বিকল্প সূচক হারের প্রয়োগ বিষয়ে নীতিমালা প্রণয়নের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক একটি খসড়া সার্কুলার জারি করে। খসড়া নীতিমালাটি কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া আছে।

লাইবর (লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেট) হচ্ছে, লন্ডনের বাণিজ্যিক ব্যাংকগুলো পরস্পরকে গড়ে যে সুদে ধার দেয় বা নেয়। এটি বন্ধকিসহ অন্যান্য ঋণের সুদের হারে বড় ধরনের প্রভাব ফেলে।

যুক্তরাজ্যের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি’র সিদ্ধান্ত অনুসারে বেঞ্চমার্ক হার হিসেবে লাইবর এর প্রয়োগ ২০২১ সাল থেকে প্রত্যাহার করা হবে। ফলে ২০২২ সাল থেকে স্বল্পমেয়াদি অর্থায়নের সুদ হার নির্ধারণে লাইবর এর পরিবর্তে নতুন বেঞ্চমার্ক হার’র প্রয়োগ হবে। একইসঙ্গে লাইবর প্রত্যাহারের পূর্বে লাইবর ভিত্তিতে গৃহীত সব ধরণের অর্থায়নের সুদ নতুন বেঞ্চমার্ক রেটে স্থানান্তর করতে হবে।

বিদ্যমান নীতি অনুযায়ী স্বল্পমেয়াদি বাণিজ্যিক অর্থায়নে ৬ মাসভিত্তিক লাইবর’র সাথে ৩.৫০ শতাংশ মার্কআপ যুক্ত করে বার্ষিক সুদ হার নির্ধারিত হয়।

খসড়া সার্কুলারে লাইবর’র পাশাপাশি যে মুদ্রায় অর্থায়ন করা হবে সে মুদ্রায় প্রযোজ্য বেঞ্চমার্ক হারের সাথে নির্দেশিত মার্কআপ যুক্ত করে রফতানি বিল ডিসকাউন্টিং কিংবা মেয়াদপূর্তীর আগেই রফতানি মূল্য প্রত্যাবাসনের সুযোগ দেয়া হয়েছে।

বর্তমানে সকল অর্থায়নে ৬ মাসের লাইবর প্রয়োগ করা হয়। খসড়া নীতিমালায় ৬ মাসের নির্ধারিত মেয়াদের পরিবর্তে অর্থায়নের সময়কালের ভিত্তিতে বেঞ্চমার্ক হার প্রয়োগের সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি মেয়াদভিত্তিক (যেমন- ৩ মাস, ৬ মাস প্রভৃতি মেয়াদি) বেঞ্চমার্ক হারের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট সময়কালের জন্য কম্পাউন্ডিং পদ্ধতিতে সুদ হার নির্ণয় করা যাবে বলেও নীতিমালায় উল্লেখ রয়েছে। তাছাড়া শরীয়াহভিত্তিক অর্থায়নে প্রচলিত ইসলামি শরীয়াহভিত্তিক হার প্রয়োগ করা যাবে।

প্রণীত খসড়া নীতিমালাটি বায়ার্স/সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় গৃহীত স্বল্পমেয়াদি আমদানি অর্থায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। একইসঙ্গে লাইবর প্রত্যাহারকালীন সময়ের পূর্বে লিবরভিত্তিতে গৃহীত ঋণ বিদেশি ঋণদাতার সাথে সমঝোতার ভিত্তিতে মুদ্রাভিত্তিক বেঞ্চমার্ক রেটে রূপান্তর করা যাবে।

নীতিমালায় লাইবর রহিতকরণের সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পরবর্তীতে লাইবরভিত্তিক অর্থায়ন ব্যবস্থা থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে বিরত থাকার নির্দেশ এবং লাইবর হার প্রকাশ স্থগিত করার ৬ মাস আগে থেকেই এডি ব্যাংককে নতুন স্বল্পমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে বেঞ্চমার্ক হার প্রয়োগ করতে বলা হয়েছে।

বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, খসড়া নীতিমালা জারির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছে। এতে লাইবর ব্যবস্থা প্রত্যাহার পরবর্তীতে ভবিষ্যত অনুসৃত পন্থা নির্ধারণ সহজ হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২০২১ সালে থেকে লাইবর এর প্রয়োগ থাকছে না। তাই লাইবর ব্যবস্থা প্রত্যাহারের পূর্বে এ বিষয়ক নীতিমালা বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক খসড়া নির্দেশনাটি জারি করেছে।

 

এসআই/টিএম