'বাজেট অলিম্পিয়াড-২০২০’ এর গ্র্যান্ড ফিনালের ভার্চুয়াল অনুষ্ঠান

বৈষম্যহীন সমাজের জন্য বাজেট প্রক্রিয়ার গণতন্ত্রায়নের বিকল্প নেই। বাজেট যোগানের সিংহভাগ জনগণের পরোক্ষ করের মাধ্যমে এলেও বাজেট প্রণয়নে তাদের মতামতের কোনো প্রতিফলন নেই। স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে দেশের সার্বিক উন্নয়ন আরো অগ্রসর হবে।

সোমবার (২১ ডিসেম্বর) ’বাজেট অলিম্পিয়াড-২০২০’ এর ভার্চুয়াল গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে এ অভিমত জানান বক্তারা। গণতান্ত্রিক বাজেট আন্দোলন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক-প্রান এবং অ্যাকশন এইড, বাংলাদেশ এ অলিম্পিয়াডের আয়োজন করে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, বাজেটের অন্যতম কাজ হলো উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেওয়া। যদিও দেশে বাজেটের নীতি বাস্তবায়নে এর প্রতিফলন নেই। শুধু প্রবৃদ্ধির দিকে দৃষ্টি না দিয়ে বাজেটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের দিকে গুরুত্বারোপ করতে হবে।

বাজেট অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেন, নাগরিকরা সরকারকে যে টাকা দিচ্ছে তার সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা জানা এবং মত প্রকাশের অধিকার জনগণের রয়েছে। জনঅংশগ্রহমূলক বাজেট নিশ্চিত করতে হলে অবশ্যই বাজেটের বিকেন্দ্রীকরণ প্রয়োজন।

বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অ্যান্ড পলিসি’র পরিচালক অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন, তরুণদের মাঝে বাজেট নিয়ে প্রশ্ন করার মানসিকতা তৈরি করা জরুরি।

অ্যাকশন এইড, বাংলাদেশ এর পরিচালক আসগর আলী সাবরি বলেন, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের ধারাকে সমুন্নত রাখতে বাজেট অলিম্পিয়াড এবং এতে অংশগ্রহণকারীরা ভূমিকা রাখবে।

দেশের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার হাজার শিক্ষার্থী এ বছর বাজেট অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ১০০ জন চূড়ান্ত পর্বে অংশ নেন। বাজেট অলিম্পিয়াড-২০২০ এ চ্যাম্পিয়ন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোলাম কিবরিয়া লিমন। খুলনা বিশ্ববিদ্যালয়ের আরিফুজ্জামান উজ্জ্বল প্রথম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জামান রাজু দ্বিতীয় রানার আপ হন। অনুষ্ঠানে আঞ্চলিক পর্বের বিজয়ী এবং চূড়ান্ত পর্বের শীর্ষ দশ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এসআই/এসআরএস