যাত্রীদের রেটিংয়ে ফাইভ স্টার পেয়েছে এমিরেটস
অ্যাপেক্স-২০২১ গ্লোবাল অফিসিয়াল এয়ারলাইন রেটিংয়ে যাত্রীদের মতামতের ভিত্তিতে সর্বোচ্চ ফাইভ স্টার (৫ তারকা) পেয়েছে এমিরেটস। অ্যাপেক্স-২০২১ একটি জরিপের মাধ্যমে আকাশপথের যাত্রীদের মতামত সংগ্রহ করে এই রেটিং নির্ধারণ করেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এমিরেটস বাংলাদেশ।
বিজ্ঞাপন
এমিরেটস আরও জানায়, করোনা মহামারিকালে আকাশ ভ্রমণকারীদের মধ্যে ভ্রমণে আস্থা ফিরিয়ে আনতে এমিরেটস ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। বিশ্বের প্রথম এয়ারলাইন হিসেবে এমিরেটস সকল যাত্রীর কোভিড-১৯ মেডিকেল বীমা এবং পূর্ণ মাল্টি-রিস্ক বীমা চালু করে। একই সঙ্গে এয়ারলাইনটি অনবোর্ড ও গ্রাউন্ড সেবায়ও প্রয়োজনীয় পরিবর্তন আনে। নিজস্ব সিগনেচার সেবাগুলো আবারও চালুর সাথে সাথে বায়ো-নিরাপত্তা প্রটোকলকে আরও সুদৃঢ় করে এমিরেটস।
বিজ্ঞাপন
এ ছাড়াও দুবাই বিমানবন্দরে এমিরেটস সম্পূর্ণ সমন্বিত বায়োমেট্রিক সুবিধা, সেলফ সার্ভিস চেক-ইন ও ব্যাগ ড্রপ সেবা চালু করে, যার লক্ষ্য হলো গ্রাউন্ড সেবায় গতি আনয়ন ও যাত্রীদের জন্য শারীরিক স্পর্শের সম্ভাবনা যতোটা সম্ভব কমিয়ে আনা।
এমিরেটস তার কোভিড মহামারি পূর্ববর্তী নেটওয়ার্কে পুনরুদ্ধারে কাজ করে যাছে। এয়ারলাইনটি বর্তমানে প্রায় ১০০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এবং ঢাকায় চলাচল করছে দৈনিক দু'টি ফ্লাইট।
এআর/এনএফ