বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের দাবি
এনবিআরে ১০টি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছে বিডব্লিউসিসিআই
করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। মঙ্গলবার (৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনের সভাপতি সেলিমা আহমাদ এ প্রস্তাব উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের আয়কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন। এ সময় এনবিআরের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, ভ্যাট নীতির সদস্য মো. মাসুদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সেলিমা আহমাদ বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে নারী উদ্যোক্তারা ব্যবসার ক্ষেত্রে কঠিন সময় অতিবাহিত করছেন। বিডব্লিউসিসিআই নারী উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বিবেচনা ও পর্যালোচনা করে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেট অন্তর্ভুক্তির জন্য ১০টি সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করেছে। এগুলোর মধ্যে রয়েছে, নতুন নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম ৩ বছর ট্যাক্স ও ভ্যাট মওকুফ করা, ব্যবসার নতুন ট্রেড লাইসেন্স ফি ও নবায়ন ফি ৫০ শতাংশ হ্রাস করা, কোভিড -১৯ মহামারির কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্থ নারী উদ্যোক্তাদের জন্য এসএমই সেক্টরে ২০২১-২২ অর্থবছরে প্রণোদনা প্যাকেজের বাইরে ৪ শতাংশ সুদে ঋণ, নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসায় শো-রুমের উপর মূসক অব্যাহতি ও ঘোষণাটির যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন করা এবং নারী উদ্যোক্তাদের জন্য আমদানিকৃত মেশিনারির উপর আরোপিত আমদানি কর হ্রাস করা।
সেলিমা আহমাদ আরো বলেন, বিডব্লিউসিসিআই দৃঢ়ভাবে বিশ্বাস করে, গত বছরের ন্যায় এ বছরও বিডব্লিউসিসিআইর প্রস্তাবনাসমূহ বিবেচনায় নিয়ে জাতীয় বাজেটে অর্ন্তভুক্ত করে নারী উদ্যোক্তা উন্নয়নের ধারা অব্যাহত রাখবে সরকার।
বিজ্ঞাপন
আরএম/এসকেডি