দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে বিএনও ব্র্যান্ডের লুব্রিকেন্ট কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। মঙ্গলবার (০৯ মার্চ) সকাল ১০টায় তালিকাভুক্ত হয়ে উভয় স্টক এক্সচেঞ্জে ‘এন’ ক্যাটাগরিতে ৪০ টাকা ৫০ পয়সায় লেনদেন শুরু হয়েছে কোম্পানিটির। সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত সময়ে ২ বারে কোম্পানিটির ১১টি শেয়ার এই দরে লেনদেন হয়েছে।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসা কোম্পানির শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় হলটেড হয়ে পড়েছে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হলো ‘LRBDL’, কোম্পানি কোড ১৫৩২৩।

ডিএসইর তথ্য মতে, বিক্রেতা না থাকায় শেয়ারটি লেনদেন হচ্ছে না। নিয়ম অনুসারে নতুন কোম্পানির লেনদেনের প্রথমদিন শেয়ারটির দাম সর্বোচ্চ ৫০ শতাংশ বাড়তে পারবে। সেই হিসেবে ৪০ টাকা ৫০ পয়সার বেশি দর আজ হতে পারবে না শেয়ারটি।

এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির আগের দিন অর্থাৎ সোমবার (০৮ মার্চ) কোম্পানিটি অক্টোবর’২০-ডিসেম্বর’২০ সালের সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৯ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৫২ পয়সা। অর্থাৎ মুনাফা বেড়েছে। আইপিও পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪১ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) বা প্রথম ছয় মাসে কোম্পানিটির বেসিক ইপিএস হয়েছে ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে বেসিক ইপিএস ছিল ৭৭ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৬০ পয়সা। পুনঃমূল্যায়নের ভিত্তিতে কোম্পানিটির প্রি-আইপিও এনএভিপিএস হয়েছে ৩৫ টাকা ৩৭ পয়সা এবং পোস্ট আইপিও এনএভিপিএস ৩৪ টাকা ৬৮ পয়সা।

কোম্পানি সূত্র জানায়, তালিকাভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠানটি গত বৃহস্পতিবার (৪ মার্চ) পুঁজিবাজারে ডিপোজিটরি সেবাদানকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা করে। তার আগে গত ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আইপিও সাবস্ক্রিপশন গ্রহণ করে। আবেদনে প্রয়োজনের তুলনায় ১২ দশমিক ৩৯ গুণ বেশি আবেদন জমা পড়ে। এরপর গত ২৩ ফেব্রুয়ারি কোম্পানিটির লটারির ড্র সম্পন্ন হয়।

লুব-রেফ পুঁজিবাজারে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহ করবে। এতে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা।

আর কোম্পানিটি বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৮৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে। নিলামে কোম্পানিটির কাট-অব প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এখান থেকে ১০ শতাংশ ডিসকাউন্ট করে অর্থাৎ ২৭ টাকায় আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।


এমআই/জেডএস