ডি-৮ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮ সিসিআই) এর নতুন প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।

সোমবার (৫ এপ্রিল) এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডি-৮ উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক এই সংস্থার সদস্য।
 
সোমবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ইউনিয়ন অব চেম্বারস অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জস (টব) ও ডি-৮ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডি-৮ সিসিআই) এর যৌথ আয়োজনে ডি-৮ বিজনেস ফোরাম অনুষ্ঠিত হয়। আগামী ৮ এপ্রিল অনুষ্ঠেয় দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে এ বিজনেস ফোরামের আয়োজন করা হয়। ফোরামে বাণিজ্য, বিনিয়োগ, খনিজ সম্পদ, পর্যটন, আইসিটি, জলবায়ু এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, তুরস্কের বাণিজ্যমন্ত্রী মি. রুহজার পেকান।

অনুষ্ঠানের প্লেনারি সেশন এবং ব্রেকআউট সেশন (১) সঞ্চালনা করেন এফবিসিসিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক এবং ব্রেকআউট সেশন (২) ও (৩) সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এর অধ্যাপক ও পরিচালক ড. সৈয়দ ফরহাত আনোয়ার।

ডি-৮ বিজনেস ফোরামে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ডি-৮ দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতার ওপর জোর দেওয়ার কথা বলেন।

বিজনেস ফোরামে বক্তারা বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, ব্যবসা ও বিনিয়োগে উচ্চ-প্রযুক্তি, গবেষণা, শুল্ক এবং নন-শুল্ক বাধা দূর করার ক্ষেত্রে ডি-৮ দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বাড়ানোর ওপর জোর দিতে বলেন।

এসআই/জেডএস