নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

করোনাভাইরাস পরিস্থিতি ও পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওজনে কারচুপির অপরাধে ১১০ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগরসহ সারাদেশের বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়েছে। এ সময় বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য হ্যান্ড মাইকে সবাইকে সচেতন করা হয়।

রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর শাহ আলী বাজার, মিরপুর ৬ নম্বর বাজার, রাইনখোলা বাজার, কল্যাণপুর কাঁচাবাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মদপুর টাউনহল বাজার, মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজার, সাদেক খান কৃষি মার্কেট, রায়ের বাজারসহ বিভিন্ন সুপারশপ ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও রোজিনা সুলতানা।

এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন বাজারে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত মোবাইল টিমের সঙ্গে বাজার তদারকি করেন অধিদফতরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজবী, প্রণব কুমার প্রামাণিক ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।

ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে এদিন তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিকালে সবজি, ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ছোলা, চিনি, খেজুর, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কি-না তা মনিটরিং করা হয়। পাশাপাশি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল মাস্ক-স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ১১০টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানকালে ঢাকাসহ সারাদেশে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়েছে।

এসআই/এমএইচএস