প্রতিষ্ঠানটির বহুমুখিতা, উদ্ভাবন শক্তি এবং মার্কেটিং কৌশল উপস্থাপন করা হয়েছিল জুরি বোর্ডে

১৪টি দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৬ষ্ঠ ‘এশিয়া মার্কেটিং অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড’ (এএমএফ) জিতেছে বাংলাদেশের শীর্ষ সুপারশপ স্বপ্ন। যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়ার-২০২০’ নামে স্বীকৃত।

এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ) এ অঞ্চলের মার্কেটিংয়ের শীর্ষস্থানীয় পরিচালনা কমিটি। যার সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনাম ও বাংলাদেশ।

জুরি বোর্ড ২০২০ সালের নভেম্বর মাসজুড়ে সকল মনোনয়নের নিখুঁত মূল্যায়ন করে এবং কঠোর প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের বাছাই করে।

এশিয়া মার্কেটিং ফেডারেশনের (এএমএফ) বাংলাদেশ চ্যাপ্টার মার্কেটিং সোসাইটি (এমএসবি) এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ‘মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়ার’ এবং ‘মার্কেটিং ৩.০’ বিভাগে প্রার্থীদের মনোনীত করে। এর মধ্যে ‘মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়ার’র (এমসিওওয়াই) জন্য মনোনীত হয় স্বপ্ন ।

প্রতিষ্ঠানটির বহুমুখিতা, উদ্ভাবন শক্তি এবং মার্কেটিং কৌশল উপস্থাপন করা হয়েছিল জুরি বোর্ডে।  

২০০৮ সালে স্বপ্ন তাদের যাত্রা শুরু করে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘সুপারস্টোর’ বিভাগে টানা পাঁচবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে স্বপ্ন। এর আগে ২০১৯ ও ২০২০ সালে দেশের প্রথম দশটি ব্র্যান্ডে স্থান করে নেয় স্বপ্ন। এছাড়া সুপারব্র্যান্ডস বাংলাদেশের অধীনে ২০১৮ এবং ২০২০-২১ সালে ‘সুপারব্র্যান্ড’ হিসেবে পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি।

পিএসডি/এসআরএস