ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবসায় উন্নয়ন সম্মেলন শেষ হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) দুদিনব্যাপী এ ব্যবসায় উন্নয়ন সম্মেলনের সমাপনী অধিবেশন ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকিং কার্যক্রম নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হাসান। এ সময়ে তিনি ব্যাংকের গত এক বছরের নানা কার্যক্রম তুলে ধরেন। সততা আর দক্ষতার সঙ্গে ব্যবসায় কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানান সংশ্লিষ্টদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা।

ঢাকাস্থ চারটি জোনের প্রধান ও ব্যবস্থাপকসহ দেশব্যাপী ১১টি ভেন্যুতে আয়োজিত অনুষ্ঠান থেকে ভার্চুয়াল প্লাটফর্মে অন্যান্য জোনপ্রধান ও শাখা-ব্যবস্থাপকরা সম্মেলনে অংশ নেন।

গতকাল শনিবার শুরু হওয়া এ সম্মেলনে জানানো হয়, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ১৮ হাজার কোটি টাকা। যা গত বছরের তুলনায় ২৩ হাজার কোটি টাকা বেশি।

একই সময়ে সাধারণ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ এক হাজার কোটি টাকা এবং গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৫৯ লাখ। এছাড়া ২০২০ সালে ইসলামী ব্যাংক আমদানি, রপ্তানি বাণিজ্য ও রেমিট্যান্স আহরণ করেছে যথাক্রমে ৪১ হাজার ৯০৫ কোটি, ২২ হাজার ৪৯৭ কোটি এবং ৪৮ হাজার ৬২৭ কোটি টাকা।

২০২০ সালে ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়। আর রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংকের প্রবৃদ্ধি প্রায় ৬০ ভাগ বলে জানান সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান বলেন, চলমান কোভিড-১৯ এর প্রভাবে বিশ্ব আজ সংকটময় অবস্থায় যাচ্ছে। এই পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে আধুনিক ও আসন্ন প্রযুক্তির সঙ্গে অভিযোজিত হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

একে/এমএআর