প্রথম আধা ঘণ্টায় পুঁজিবাজারে তিনশ কোটি টাকার লেনদেন
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ জানুয়ারি) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনের শুরু হয়েছে।
সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২০টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ৭৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
বিজ্ঞাপন
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক পয়েন্ট আট আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৯ পয়েন্ট।
এতে প্রথম আধা ঘণ্টায় ৩১৬ কোটি ৯৪ লাখ টাকার বেশি শেয়ারের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি ৮০ লাখ টাকার বেশি।
বিজ্ঞাপন
ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাইডাস ফাইন্যান্স, অ্যাসোসিয়েট অক্সিজেন, রবি আজিয়াটা লিমিটেড এবং আইটি কনসালটেন্টস লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সময়ে লেনদেন হয়েছে ১২ কোটি টাকার বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৬ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এমআই/এফআর