প্রয়াত অধ্যাপক খন্দকার মোস্তাহিদুরের বাসায় মির্জা ফখরুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক ড. খন্দকার মোস্তাহিদুর রহমানের পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে মরহুমের শান্তিনগরের বাসায় যান তিনি।
বিজ্ঞাপন
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মরহুমের পরিবারকে সমবেদনা জানাতে বাসায় গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন তিনি।
উল্লেখ, গত ৪ আগস্ট কোভিড-১৯ পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অধ্যাপক ড. খন্দকার মোস্তাহিদুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় ২০ আগস্ট দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
এএইচআর/জেডএস