বিএটি বাংলাদেশ লিডারশীপ টিমে এক্সটারনাল অ্যাফেয়ার্সের প্রধান হিসেবে যোগ দিয়েছেন শেখ শাবাব আহমেদ। এর মধ্যে দিয়ে দেশের করপোরেট সেক্টরে সর্বকনিষ্ঠ শীর্ষস্থানীয় নেতাদের একজন হিসেবে অধিষ্ঠিত হলেন তিনি।

১৬ বছর ধরে বিএটি বাংলাদেশে কাজ করছেন শেখ শাবাব আহমেদ। কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যবস্থাপনা এবং নেতৃত্বদানকারী উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনে বিএটি প্রধান কার্যালয়ে গ্লোবাল রেগুলেটরি এনগেজমেন্ট ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শেখ শাবাব আহমেদ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) সম্পন্ন করেছেন। তিনি সেন্ট জোসেফ হাই স্কুল, ঢাকা এবং নটরডেম কলেজের একজন প্রাক্তন ছাত্র।

এক বার্তায় শেখ শাবাব বলেন, বিএটি বাংলাদেশ লিডারশীপ টিমের অংশ হতে পেরে আমি গর্বিত। বিএটি বাংলাদেশ বিগত ১১০ বছর ধরে সরকারের একটি গুরুত্বপূর্ণ উন্নয়নে অংশীদার হিসেবে স্বীকৃত। সবার জন্য একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণে আমরা আমাদের যাত্রা চালিয়ে যেতে চাই।

এমএইচএস