বীমার উত্থানে দরপতন থেকে রক্ষা পেলো পুঁজিবাজার
ডিএসই-সিএসই
স্কয়ার ও বেক্সিমকো ফার্মার পাশাপাশি বীমা খাতের উত্থানে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ জানুয়ারি) বড় দরপতন থেকে রক্ষা পেলো দেশের পুঁজিবাজার।
এদিন বীমা খাতের তালিকাভুক্ত ৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪০টির। আর অপরিবর্তিত রয়েছে ৩টির শেয়াররের দাম বাকি গুলোর শেয়ারের দাম কমেছে। এছাড়াও বহুজাতিক কোম্পানি ম্যারিকো ও রেনেটার শেয়ারের দামও বেড়েছে।
বিজ্ঞাপন
দিন দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ২০ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে ৩৫ পয়েন্ট।
টানা তিনদিন পর সূচক পতনকে মূল্য সংশোধন হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, ব্যাংক আর্থিক খাতের শেয়ারের দাম বেড়েছিল এখন তা কমেছে। এটা মূল্যসংশোধন।
বিজ্ঞাপন
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবারে মতোই শেয়ার বিক্রির চাপে রোববার দিনের লেনদেন শুরু হয়। এসময় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র খাতসহ প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। দিনভর এ প্রবণতায় থেকে লেনদেন শেষ হয়।
ফলে রোববার দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া মোট ৩৫৯ প্রতিষ্ঠানের সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ২০২টির ও অপরিবর্তিত রয়েছে ৭৮টির প্রতিষ্ঠানের শেয়ারের দর।
আর তাতে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০পয়েন্ট কমে ৫ হাজার ৮৩১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৫৮ কোটি ৬২ লাখ ৬৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ ৫৮ হাজার টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির।
লেনদেন হয়েছে মোট ৫৬ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৫৮ কোটি ৩৩ লাখ ৬ হাজার টাকা।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, রবি আজিয়াটা, সামিট পাওয়ার, সিটি ব্যাংক, বারাকা পাওয়ার, জিবিবি পাওয়ার, লাফার্জহোলসিম এবং স্কয়ার ফার্মা লিমিটেড।
দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে এনার্জিপ্যাক পাওয়ার পাওয়ার জেনারেশন, সাইনপুকুর সিরামিক, অগ্রণী ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, পিপলস ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, কেডিএস, নর্দান ইন্স্যুরেন্স, জেএমআই এবং বেক্সিমকো লিমিটেড।
এমআই/এসএম