এনবিআর

দেশের জাতীয় পর্যায়ের সব ক্রীড়া সংস্থা ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের অর্জিত আয়কে করমুক্ত সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মাে. রহমাতুল মুনিম সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৮ জানুয়ারি এ সংক্রান্ত আদেশ ইস্যু করা হয়েছে বলে এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু' মেন ঢাকা পোস্টকে জানিয়েছেন।

আদেশে বলা হয়েছে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের প্রদত্ত ক্ষমতাবলে সরকার সব জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, জাতীয় ক্রীড়া ফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসােসিয়েশনের আয়কে আয়কর থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে কর বিষয়ক ২০০০ সালের আদেশটি রহিত করা হলো। আর কর অব্যাহতির এ আদেশ ২০ জানুয়ারি থেকে কার্যকর ধরা হয়েছে।

বাংলাদেশ সরকার পরিচালিত এবং যুব ও ক্রীড়া মন্ত্রলালয়ের অন্তর্ভুক্ত ক্রীড়া নিয়ন্ত্রণ মূল সংস্থা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ ক্রীড়া সংস্থা। এটি বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতাধীন ৫১টি ভিন্ন ভিন্ন খেলাধুলা বিষয়ক সংস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে।

আরএম/এসএম