সোনালী ব্যাংক ও সিসিআইঅ্যান্ডই’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহক ভোগান্তি কমাতে ও বাণিজ্য সহজ করতে সোনালী ব্যাংকের সঙ্গে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের (সিসিআইঅ্যান্ডই) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠান দুটির মধ্যে ই-পেমেন্ট সেবা চালু হলো।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সোনালী ব্যাংক লিমিটেডের 'সোনালী পেমেন্ট গেটওয়ে' শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ই-পেমেন্ট কার্যক্রম উদ্বোধন হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, সিসিআইঅ্যান্ডই গত জুন থেকে ডিজিটাল কার্যক্রম শুরু করেছে। আজকে সেটার সোনালী অধ্যায় শুরু হলো। আমরা চাই সকলে ঘরে বসে সব রকমের সুবিধা উপভোগ করুক। করোনার মধ্যেও ডিজিটাল কার্যক্রম শুরু হয়েছে।

অনলাইন ব্যাংকিং সুবিধা চালুর মাধ্যমে ইজ ডুইং বিজনেস অনেকখানি এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, এতে মানুষের সময় বাঁচবে। ঘরে বসে সেবা পাবে, ভোগান্তি কমবে।

তিনি বলেন, আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি৷ বাণিজ্য মন্ত্রণালয় সবসময় সবার সঙ্গে আছে। সবাই মিলে চেষ্টা করলে দেশের সেরা মন্ত্রণালয় হতে পারবো।

এজন্য সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান টিপু মুনশি।

মন্ত্রী বলেন, আমরা ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি। আমরা বছরটা স্মরণীয় করে রাখতে বিভিন্ন কাজ করছি৷ ১২ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সে লক্ষ্যে কার্যক্রম শুরু করেছিলেন। তার ধারাবাহিকতায় দেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে।

বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন বলেন, ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে। এজন্য ইজ অব ডুয়িং বিজনেস গুরুত্বপূর্ণ।

সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষর ও সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে ফিস বা চার্জ আদায় কার্যক্রম শুরু হচ্ছে৷ ই-পেমেন্ট চালুর ফলে গ্রাহকরা ম্যানুয়াল পেমেন্টের ঝামেলা থেকে মুক্তি পাবেন। তাদের সময়, যাতায়াত ও খরচ সাশ্রয় হবে৷

অনুষ্ঠানে জানানো হয়, ই-পেমেন্ট সুবিধায় পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রাহক ক্যাশ অন কাউন্টার (ব্যাংক ব্রাঞ্চ), অনলাইন একাউন্ট ট্রান্সফার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ডেবিট-ক্রেডিট কার্ডসহ অন্যান্য পেমেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারবেন।

এসএইচআর/এসআরএস