সূচক কমলেও বেড়েছে লেনদেন
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো
লেনদেনের শুরু হয় সূচকের উত্থান দিয়ে। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় পতন। যা অব্যাহত ছিল লেনদেনের শেষ সময় পর্যন্ত।
যে কারণে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও সূচক কমেছে। তবে সূচক কমলেও বেড়েছে লেনদেন।
বিজ্ঞাপন
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট আর ডিএসইএস সূচক কমেছে ১৫ পয়েন্ট।
ডিএসইতে ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এর মধ্যে ১৮১টির দাম বেড়েছে, কমেছে ১২১টির, আর অপরিবর্তিত রয়েছে ৬০টির শেয়ারের দাম।
বিজ্ঞাপন
তাতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭০৮ কোটি ১০ লাখ ৭২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৭৭ কোটি ৪৬ লাখ ৪১ হাজার টাকা। অর্থাৎ আগের দিনে চেয়ে ২শ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৪২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭০ কোটি ৫৫ লাখ ১৭ হাজার ৫৯ টাকার শেয়ার ও ইউনিট। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০৮ কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৪৩৩ টাকার শেয়ার ও ইউনিট।
লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, মাইডাস ফাইন্যান্স, অ্যাসোসিয়েট অক্সিজেন, রবি আজিয়াটা, আইটি কনসালটেন্টস লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এএফসি অ্যাগ্রো বায়োটেক, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক অ্যাক্সেসরিজ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
এমআই/জেডএস