মাছ, শাক-সবজির দাম নিম্নমুখী
শীতের ভরা মৌসুমে বাজারে শাক-সবজির কমতি নেই। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে মিরপুরের দুয়ারিপাড়া, রূপনগর ও পূরবী বাজার ঘুরে দেখা গেছে, চাহিদার তুলনায় বাজারে পর্যাপ্ত সবজি রয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য শাক-সবজির তুলনায় এখনো কমেনি টমেটার দাম। বর্তমানে দেশি টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি ও অন্যান্য জাতের টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।
বিজ্ঞাপন
জাতভেদে শিম ২৫ থেকে ৩০ টাকা কেজি, প্রতি জোড়া ফুলকপি-বাধাকপি ৪০-৫০ ও লাউ প্রতি পিস ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু ৩০ থেকে ৪০ টাকা ও শসা-গাজর ৪০ টাকা কেজি। সব ধরনের সবজির দাম এখন কম।
অন্যদিকে, আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এর মধ্যে আমদানিকৃত তুরস্ক, মিসর ও চীনের পেঁয়াজের দাম কম। মূলত বাজারে নতুন মুড়িকাটা ও পাতা পেঁয়াজ উঠেছে। ফলে পেঁয়াজের দাম কমেছে।
বিজ্ঞাপন
বাজার ঘুরে দেখা গেছে, বাজারে দেশি মাছের সরবরাহ বেড়েছে। এরই ধারাবাহিকতায় বাজারে সব মাছের দামও কমতির দিকে। দেশি রুই মাছ (এক কেজি ওজনের) বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজিতে। মৃগেল বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, বড় জাতের কার্প মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। এর বাইরেও দেশি শিং ৬০০ টাকা, দেশি কই ৪৫০ টাকা ও টেংরা ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার, কক ও দেশি মুরগির দামও নাগালের মধ্যে। বাজারে প্রতি কেজি ব্রয়লার ১১০ কেজি, কক ১৬০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৬০ টাকা কেজি দরে।
তবে শীতকে কেন্দ্র করে পাঁতিহাস ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চীনা ও রাজহাঁস ৪৫০ থেকে ৪৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে খুচরা বাজারে।
ব্যবসীয়ারা বলছেন, শীত বাড়ার পাশাপাশি বাজারে সব ধরনের হাঁসের দামও বেড়েছে।
দুয়ারীপাড়া বাজারের সবজি বিক্রেতা রতন বলেন, বাজারে সবজির সরবরাহ বাড়ায় প্রতিদিনই দাম কমছে। প্রতিদিন রাজধানীর যাত্রাবাড়ী, কাওরান বাজার ও মিরপুর এক নম্বরে দেশের বিভিন্ন স্থান থেকে সবজিবাহী ট্রাক আসছে। ফলে পাইকারি বাজারে সবজির দাম কমায় খুচরা বাজারেও সবজির দাম কমেছে।
এসআর/ওএফ