দুই কার্যদিবস টানা পতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন। সে সঙ্গে বেড়েছে লেনদেনের গতি।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লেনদেন শুরুর পর বেলা সোয়া ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১০০ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় ৩’শ কোটি টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ২১৫ পয়েন্ট।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ব্যাংকখাতের ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩টির, অপবির্তিত রয়েছে ৫টির। অপরদিকে বীমাখাতের ৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ২টির, বাকিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। একইভাবে আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল এবং বস্ত্রখাতের প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত মোট লেনদেন হয়েছে ২৯১ কোটি ৭৩ লাখ টাকা। এ সময়ে ডিএসইতে ৩১৪টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

তাতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৯৯ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৭৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১৯ পয়েন্ট, ডিএস-৩০ সূচক বেড়েছে ৫৩ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ১৩ লাখ টাকার। সিএসইর প্রধান সূচক ২১৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৯টির, অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/জেডএস