ফুরফুরে মেজাজে পুঁজিবাজার
টানা কয়েকদিন দরপতনের পর ফুরফুরে মেজাজে ফিরেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ মার্চ) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারের লেনদেন চলছে।
ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতের শেয়ারের দাম বাড়ায় আজ লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট।পুঁজিবাজারে আজ সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। বেড়েছে লেনদেনের গতিও।
বিজ্ঞাপন
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সার্কিট ব্রেকারের নিম্নসীমা ২ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করা হবে- এমন খবরে পর নেতিবাচক প্রভাব পড়ে পুঁজিবাজারে। শুরু হয় দরপতন, হতে থাকে তারল্য সংকট। এই সংকট দূর করতে ১০ হাজার কোটি টাকার ফান্ড চায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৩৬৭টি প্রতিষ্ঠানের মোট ৫ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার ৭৪০টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
বিজ্ঞাপন
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএসর সূচক বেড়েছে ৫ দশমিক ৮১ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৯ দশমিক ৬২ পয়েন্ট। প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ২১২ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৯৫ লাখ ৪৬ হাজার ৮৩১ টাকার শেয়ারের।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২৯টির। আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এমআই/এমএইচএস