টানা তিন কার্যদিবস উত্থানের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৯ মার্চ) দেশের পুঁজিবাজারে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন। যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমাকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, মঙ্গলবার প্রধান সূচক আগের দিনের তুলনায় ১২ দশমিক ৯৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬৬ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক কমেছে ২ দশমিক ৫৭ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৫৭টির ও অপরিবর্তিত রয়েছে ১২১টির শেয়ারের দাম। এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৪৩ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৭২১ কোটি ৫১ লাখ ৭ হাজার টাকা। যা প্রায় ১ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগের গত ১৫ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল ১ হাজার ৫৫ কোটি টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, রবি আজিয়াটা, লাফার্জসিমেন্ট, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, জিবিবি পাওয়ার, স্কয়ার ফার্মা এবং অরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লুব-রেফ (বিডি) লিমিটেড,রহিমা ফুড, সাভার রিফ্র্যাক্টরিজ, বার্জার পেইন্টস, জিকিউ বলপেন, হোটেল পেনিনসুলা, লাফার্জহোলসিম, রবি আজিয়াটা, বিআইএফসি এবং গোল্ডেন সন।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬৮ পয়েন্টে। লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ৯৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির শেয়ারের দাম।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৮৬ লাখ ২৫ হাজার টাকা।

এমআই/জেডএস