বছরের প্রথম কার্যদিবসে পু্ঁজিবাজারে বড় উত্থান
প্রতীকী ছবি
২০২১ সালের প্রথম কার্যদিবস রোববার (০৩ জানুয়ারি) দেশের পু্ঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। ব্যাংকখাতের পাশাপাশি বড় বড় কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকে ঊর্ধ্বমুখী প্রভাব পড়েছে। সূচকের পাশাপাশি এদিন লেনদেনেও নতুন রেকর্ড হয়েছে।
সকালে সূচকের তেজিভাবের মধ্য দিয়ে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়। যা দিনভর অব্যাহত ছিল। দিন শেষে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২১৬ পয়েন্ট। যা ২০২০ সালের ১৯ জানুয়ারির পর একদিনে সূচকের সর্বোচ্চ উত্থান। ওইদিন সূচক বেড়েছিল ২৩২ পয়েন্ট। তবে গত বছরের ১৯ মার্চ সূচক বেড়েছিল ৩৭১ পয়েন্ট। সেদিন মাত্র আধাঘণ্টা লেনদেন হয়েছিল।
বিজ্ঞাপন
রোববার অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সাড়ে ৬শ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংকখাতের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি স্কয়ার ফার্মাসিউটিক্যালের শেয়ারের দাম বেড়েছে ১৮ টাকা। স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম বেড়েছে ২ টাকা। বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম বেড়েছে ১৯ টাকা।
বিজ্ঞাপন
এদিন ডিএসইতে ৩৬১টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫৩টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক তথা ডিএসইএক্স ২১৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯৯ পয়েন্টে এবং ১১৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ দাঁড়িয়েছে দুই হাজার ৭৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৪৩ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৪’শ কোটি টাকা বেশি ও ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) টাকার অংকে লেনদেন হয়েছে ৬৭ কোটি ২৭ লাখ টাকার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ৪২টির আর অপরিবির্তত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের।
এদিন দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে-বেক্সিমকো লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সাইফ পাওয়ার এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি।
এমআই/জেডএস