প্রতীকী ছবি

নতুন বছরের প্রথম কার্যদিবস রোববার (৩ জানুয়ারি) পুঁজিবাজারে ব্যাপক উত্থান হয়েছে। এদিন বড় বড় কয়েকটি কোম্পানির শেয়ারসহ ১৬টি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।

দেখা যায়, বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, লংকাবাংলা ফাইন্যান্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম, মাইডাস ফাইন্যান্সিং, বারাকা পাওয়ার, জিবিবি পাওয়ার, প্রাইম ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, প্রিমিয়ার লিজিং, ডেল্টা স্পিনার্স এবং ফাস ফাইন্যান্সের শেয়ারের ক্রেতা চাহিদা ছিল সবচেয়ে বেশি।

এদিন বেক্সিমকো লিমিটেডের শেয়ার ৫ টাকা ৭০ পয়সা বেড়ে ৬২ দশমিক ৭০ টাকায় লেনদেন হয়েছে।

বাংলাদেশ সাবমেরিন কেবল লিমিটেডের শেয়ার ১৬ দশমিক ৬০ টাকা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ১৮২ দশমিক ৭০ টাকায়। 

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার ৬০ পয়সা বেড়ে ৬ দশমিক ৬০ টাকায় লেনদেন হয়েছে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার ৩ দশমিক ৯০ টাকা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ৪৩ দশমকি ৩০ টাকায়।

লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার ৩ দশমিক ১০ টাকা বেড়ে লেনদেন হয়েছে ৩৪ দশমিক ৫০ টাকায়।

লাফার্জ হোলসিমের শেয়ারের ৪ দশমিক ৭০ টাকা বেড়ে লেনদেন হয়েছে ৫২ দশমিক ৫০ টাকায়।

মাইডাস ফাইন্যান্সের শেয়ার ১ টাকা ৮০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ২০ টাকা ২০ পয়সায়।

রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার ২ টাকা ৯০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ৩২ দশমিক ৭০ টাকায়।

বারাকা পাওয়ারের শেয়ার ২ টাকা ৫০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ২৮ টাকা ২০ টাকায়। এই খাতের কোম্পানি জিবিবি পাওয়ারের শেয়ার ১ টাকা ৪০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ১৬ টাকা ১০ পয়সায়।

প্রাইম ফাইন্যান্স ইন্স্যুরেন্সের শেয়ার ১ টাকা ২০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ১৩ দশমিক ৮০ টাকায়।

ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার ৪০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ৪ টাকায় ৬০ পয়সায়।

ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের ৮০ পয়সা দাম বেড়ে লেনদেন হয়েছে ৯ টাকা ২০ পয়সায়।

প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার ৭০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ৮ টাকা ১০ পয়সায়।

ডেল্টা স্পিনার্সের শেয়ার ৬০ পয়সা দাম বেড়ে লেনদেন হয়েছে ৭ টাকা ২০ পয়সায় এবং ফাস ফাইন্যান্সের শেয়ারের ৬০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ৭ টাকা ২০ পয়সায়।

এমআই/জেডএস