দাম বাড়ার শীর্ষে বেক্সিমকো লিমিটেড
প্রতীকী ছবি
বছরের প্রথম কার্যদিবস রোববার (৩ জানুয়ারি) পুঁজিবাজারে দাম বাড়ার শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।
শেয়ারটির দাম আগের দিনের চেয়ে ৫ টাকা ৭০ পয়সা অর্থাৎ ১০ শতাংশ বেড়ে ৬২ দশমিক ৭০ পয়সায় লেনদেন হয়েছে। এর আগের দিন কোম্পানির প্রতিটি শেয়ারের দর ছিল ৫৭ টাকা।
বিজ্ঞাপন
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে শেয়ারহোল্ডারদের সর্বশেষ ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। সে সময়ে বেক্সিমকো লিমিটেড প্রতি শেয়ারে মুনাফা করেছে ৫১ পয়সা। আর তাদের শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ টাকা ৩৩ পয়সা।
নাম না প্রকাশ শর্তে ডিএসইর এক কর্মকর্তা জানান, সাবসিডারি কোম্পানি বেক্সিমকো পাওয়ারের (বেক্সপাওয়ার) সাড়ে ৩ কোটি শেয়ার কিনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড। আর এই খবরে ব্লক মার্কেটে শেয়ারটির লেনদেন হয়েছে ৭২ কোটি ৮৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার।
বিজ্ঞাপন
ঢাকা স্টক এক্সচেঞ্জে সূত্রে জানা গেছে, পর্ষদের সিদ্ধান্তের আলোকে বেক্সিমকো পাওয়ারের সাড়ে ৩ কোটি শেয়ার ৩৫ কোটি টাকার কিনে নিয়েছে বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো গ্রুপের আরেক কোম্পানি বেক্সিমকো হোল্ডিংসের কাছ থেকে এই শেয়ার কিনেছে প্রতিষ্ঠানটি। ফলে কোম্পানির ৭৫ শতাংশের মালিকানায় আসলো বেক্সিমকো লিমিটেড। কোম্পানির হাতে ৪০ শতাংশের মালিকানা ছিল।
ডিএসই সূত্র জানায়, বেক্সপাওয়ার তিস্তা সোলার লিমিটেড এবং করতোয়া সোলার লিমিটেড নামে দুটি কোম্পানির ৮০ শতাংশের মালিক।
এর মধ্যে তিস্তা সোলার লিমিটেড গাইবান্ধায় ২০০ মেগাওয়াট এবং করতোয়া সোলার লিমিটেড পঞ্চগড়ে ৩০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে এরইমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তি করেছে। ওই দুই কোম্পানির বাকি ২০ শতাংশ শেয়ার রয়েছে আছে চীনা কারিগরি অংশীদার কোম্পানির হাতে।
আর এসব কারণে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার গত কয়েকদিন ধরে বাড়ছে।
এমআই/জেডএস