এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড - সংগৃহীত ছবি

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) এ লটারির ড্র ডিজিটাল প্লাটফর্মে সম্পন্ন হয়।

গত ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানির আইপিওতে আবেদন করেন। এ জন্য গত বছরের ২১ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন দেয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

কোম্পানিটি ৩১ টাকা মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের নিকট ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮০০টি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে।

এর আগে বিডিংয়ে বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারের কাট অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করেন। বিনিয়োগকারীদের কাছে এ দরে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি ইস্যু করা হবে। যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে উত্তোলন করা হবে ৭০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৮১০ টাকা। এই টাকা উত্তোলন করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।

প্রসপেক্টাস অনুসারে কোম্পানিটির সমাপ্ত বছরের (৩০ জুন ২০১৯) সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫ দশমিক ১৫ টাকা।

কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) দাঁড়িয়েছে ৩০ দশমিক ২০ টাকায়। আর এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ দশমিক ১৩ টাকা। গত পাঁচটি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ দশমিক ২১ টাকা।

লটারি বিজয়ীদের তালিকা দেখতে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করুন-

1.PROSPECTUS

2.COMPANY’S CIRCULAR TO STOCK BROKERS/MERCHANT BANKERS REGARDING IPO

3.SUMMARY OF IPO APPROVED BY BSEC

4.CONSOLIDATED LIST OF APPLICATIONS

5.IPO RESULT TREC CODE

6.IPO RESULT AFFECTED APPLICANTS

7.IPO RESULT RB

8.IPO RESULT NRB
 
এমআই/এইচকে