সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দামবৃদ্ধির মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারে লেনদেন। বুধবার (৯ জুন) দুটি খাতের ইতিবাচক প্রভাবে লেনদেনের প্রথম আধঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭৬ পয়েন্ট। অর্থাৎ বড় উত্থানের পথে হাঁটছে পুঁজিবাজার।

এদিন নিয়ম অনুযায়ী, সকাল ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেনের ৩ মিনিটেই সূচক বাড়ে ৫৩ পয়েন্ট। একই ধারা অব্যাহত লেনদেনের প্রথম ৩০ মিনিটে। এ সময় ব্যাংক খাতের ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫টির। আর্থিক খাতের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২০টির শেয়ারের দাম বেড়েছে। সেই ধাক্কায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৯৭ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময় ডিএসইতে লেনদেন হয়েছে ৬১৬ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৭টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।

অপর স্টক এক্সচেঞ্জে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৬২ লাখ ৫৭ হাজার টাকার। সিএসইর প্রধান সূচক ৭৬ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ৬৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এছাড়া কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এমএইচএস