ঢাকা স্টক এক্সচেঞ্জ

তিনদিন উত্থান আর দুদিন পতনের মধ্যদিয়ে নতুন বছরের প্রথম সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। আর তাতে বিদায়ী সপ্তাহে লেনদেন, সূচক এবং প্রায় সব কোম্পানির শেয়ার দাম বেড়েছে। ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীরা বাজার মূলধন অর্থাৎ পুঁজি ফিরে পেল ২২ হাজার কোটি টাকার বেশি।

ডিএসইর তথ্য মতে, ডিএসইতে নতুন বছরের প্রথম সপ্তাহে লেনদেন হওয়া ৩৬৮টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের। এর আগের সপ্তাহে দাম বেড়েছিল ২২৯টির, কমেছিল ৭৮টির আর অপরিবর্তিত ছিল ৫৮টির।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ২১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক ৮৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৮ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৯ হাজার ৯৫১ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ৮৭০ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৮০৩কোটি ৪৬ লাখ ২৩ হাজার ৯০৯ টাকা। যা এর আগের সপ্তাহের চেয়ে ৪ হাজার ১৪৭ কোটি ৭২ লাখ হাজার ৯৬১ টাকা।

উত্থানের ফলে বিনিয়োগকারীরা বাজার মূলধন বেড়েছে ২২ হাজার ৩৯ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৬৮৩ টাকা বেড়ে ৪ লাখ ৭০ হাজার ২৭০ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৩৪১ টাকায় দাঁড়িয়েছে। যা শতাংশের হিসাব ৪ দশমিক ৯২ শতাংশ বেশি। এর আগের সপ্তাহে বাজার মূলধন ছিল ৪ লাখ ৪৮ হাজার ২৩০ কোটি ৫ লাখ ২১ হাজার ৬৫৮ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোতে দাম বাড়ার শীর্ষে ছিল- বেক্সিমকো,বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, লঙ্কা বাংলা ফাইনেন্স, রবি আজিয়াটা, লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মা, পাওয়ার গ্রিড কোম্পানি, ন্যাশনাল ব্যাংক এবং অ্যাক্টিভ ফাইন লিমিটেড।

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল- রবি আজিয়াটা, জিবিবি পাওয়ার লিমিটেড, অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, লঙ্কা বাংলা সিকিউরিটিজ, এসএস স্টিল, সাইফ পাওয়ার এবং পাওযার গ্রিড কোম্পানি লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ৫৭১টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৬টি কোম্পানির, কমেছে ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ৮৩টির। বিদায়ী সপ্তাহে সিএসইর প্রধান সূচক বেড়েছে ৭৫৬টির।

এমআই/এসএম